কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। স্কুলের দাতা সদস্য আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। সহকারি প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। স্কুলের শিক্ষার্থীরা ৪টি হাউজে বিভক্ত হয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। হাউজগুলো হলো নুরুল হুদা কাদেরী হাউজ, রবীন্দ্রনাথ হাউজ, নজরুল হাউজ এবং বেগম রোকেয়া হাউজ। ক্রীড়া প্রতিযোগিতা শুরুর পূর্বে স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ মার্চপাস্ট ও শরীর চর্চ্চা প্রদর্শন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রুহুল আমিন সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধশীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসিডিকেএ ১৬তম আঞ্চলিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা