বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির উদ্যোগে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন হতে প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে এসব ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান ভূঁইয়া, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের এসডি শামসুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা জানান, বর্ষা মউসুমে নদী ভাঙ্গনের কবলে পড়ে বিভিন্ন এলাকা। ভাঙ্গন রোধ করার জন্য স্থানীয় জনগণের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়।পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিগণের পক্ষ থেকেও ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়। সেই আলোকে উপজেলার কর্ণফুলী নদী এবং রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদী এবং শিলক খালসহ অন্যান্য খালের উভয় তীর ভাঙ্গন হতে রক্ষা (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর বাম তীরে কাপ্তাই প্রজেক্ট বড় মসজিদ এলাকায় ৮শ মিটার, চিৎমরমের মুসলিম পাড়া এলাকায় ১শ মিটার, চিৎমরম ঘাট এলাকায় ১শ মিটার, এবং কর্ণফুলী নদীর ডান তীরে শীলছড়ি শহীদ মিনার এলাকায় ১৫০ মিটার ও কাপ্তাই উপজেলার রেষ্ট এলাকায় ২শ মিটার তীর প্রতিরক্ষামূলক কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। আগামী বছরের (২০২৫ সাল) জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও তিনি জানান।