কাপ্তাইয়ে জোন কমান্ডার বৃত্তি পরীক্ষা সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কাপ্তাই ৫৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে গতকাল শনিবার জোন কমান্ডার বৃত্তি পরীক্ষা শিশু নিকেতন বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয়। কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার ৪০টি বিদ্যালয়ের ৫৫০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। গতকাল শনিবার সকাল ১০টার সময় শিশু নিকেতন স্কুলে এই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় জোনের উপঅধিনায়ক মেজর ফয়েজ আহমদ এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা উপস্থিত ছিলেন।

কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের শুধুমাত্র লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন বিষয়ে মেধার অন্বেষণ বৃদ্ধি করার লক্ষেই আমরা এই জোন কমান্ডার বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এতে বিপুল পরিমান সাড়া দেখে আমরা আনন্দিত। এই পরীক্ষায় দুটি ক্যাটাগরীতে বৃত্তি প্রদান করা হবে। কাপ্তাই জোনের উপঅধিনায়ক মেজর ফয়েজ আহমদ বলেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাকদের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে ভবিষ্যতেও অনুরূপ আয়োজনের চেষ্টা কাপ্তাই জোনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পক্ষেত্রের বিকাশে প্রযুক্তিগতভাবে উন্নতির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু : লাশ উদ্ধার