কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গত ২দিন টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের পাশাপাশি বিভিন্ন স্থানে পাহাড় ধসেরও আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার কয়েকটি স্থানকে চরম ঝূঁকিপূর্ণ বিবেচনা করে ঐসব এলাকা থেকে বসবাসকারিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, নবর্বিাচিত উপজেলা চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, শাহাদাৎ হোসেন চৌধুরী, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যন আক্তার হোসেন মিলন, ওয়াগ্‌গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, রূপসী কাজী মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন উপজেলার ঢাকাইয়া টিলা, লগগেইট, বরইছড়ি, চিৎমরম, কর্ণফুলী কলেজ রোডসহ বেশ কয়েকটি স্থানে শতাধিক পরিবার চরম ঝূঁকি নিয়ে বসবাস করছে। পাহাড় ধস হলে এসব এলাকায় মাটি চাপা পড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার আশংকা রয়েছে। ২০১৭ সালের এরকম প্রবল বৃষ্টিতে উপজেলায় পাহাড় ধসে ১৩০ জন মৃত্যুবরণ করেন। সেরকম পরিস্থিতি যাতে পুনরায় না হয় সে জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারিদের নিরাপদে সরিয়ে নেবার জন্য ১৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি সার্বক্ষনিক মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগণকে সাবধানতা অবলম্বন করার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে রেমালের তাণ্ডবে গাছ উপড়ে বসতবাড়ি প্রতিষ্ঠানের ক্ষতি
পরবর্তী নিবন্ধপরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান