কাপ্তাইয়ের বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলে পুরস্কার বিতরণী

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং শিক্ষক রাজেশ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি মো. রহমত উল্যাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা জামায়াতের আমির মো. হারুনর রশীদ, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ অলি, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসাইন এবং ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক ফয়সাল আমীন কাদেরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সহকারি প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশররফ হোসেন। শিক্ষকদের মধ্যে সার্বিক সহযোগিতায় ছিলেন আবু সালেহ মোহাম্মদ জাফর, আবু মোহাম্মদ শাহজাহান, জয়শ্রী তনচংগ্যা, রাজন বড়ুয়া, চন্দন ঘোষ, পুষ্পিতা বড়ুয়া, লাবনা আহমেদ কলি, মো. রাসেল খান, কাকলী আক্তার মীম, মোহাম্মদ আবুল মনসুর, সজীব নাথ এবং উহ্লাচিং মারমা।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইনে এশিয়ান টেনিসে বাংলাদেশ তৃতীয়
পরবর্তী নিবন্ধপটিয়া নজির আহমদ স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন