কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গত ২২ জানুয়ারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। চকবাজার ওয়ার্ড কাউন্সিলর ও কলেজের অভিভাবক প্রতিনিধি মো. নূর মোস্তফা টিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক’র শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, কলেজের গভর্নিংবডির সদস্য মোহাম্মদ ইউনুছ চৌধুরী, প্রকৌশলী এসএম শহীদুল আলম, ইকবাল আলী নেওয়াজ ও কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেছেন কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তাই দেশের আর্থসামাজিক অবস্থাকে আরো দৃঢ় করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাবী এবং নিজস্ব সংস্কৃতিতে উজ্জ্বল ও শারীরিকভাবে সুস্থ শিক্ষার্থী তৈরি করতে হবে। এক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠক্রমিক কার্যক্রম হিসাবে ক্রীড়া ও সংস্কৃতিচর্চা বাড়াতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় মিনিবার ফুটবল টুর্নামেন্টে সকারু রাইভাল ক্লাব চ্যাম্পিয়ন