কাপাসগোলায় এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শনে যুগ্ম সচিব

| বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর ও স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রীদের জন্য চলছে এইচ পি ভি টিকাদান কার্যক্রম। গত শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাপাসগোলা ইপিআই জোনের আওতাধীন ৮ নং এইচপিভি টিকাদান কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ও জনসেবা বিভাগের যুগ্ম সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী। তিনি তুলাতলী বস্তি এলাকায় আরসিএম’র মাধ্যমে টিকাদানের কার্যক্রম থেকে বাদ পড়া কিশোরীদের পর্যবেক্ষণ করেন। এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী, ইউনিসেফের হেলথ অফিসার ডা. মো. দেলোয়ার হোসেন, কাপাসগোলা জোনের ইপিআই টেকনিশিয়ান মৃণাল দাশ, অসীম দে, আশু আচার্য্য, ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের সার্ভিস প্রমোটর বরুণ কুমার আচার্য বলাই, সমাজসেবক আনোয়ারা আলম, ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের ম্যানেজার মো. নেজাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ ও কোতোয়ালী ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক
পরবর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র অ্যাডভোকেট সাইফুলকে খুনের ঘটনায় আইআইইউসির নিন্দা