কান্নার ধুম

আবুল কালাম বেলাল | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

(মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের উদ্দেশে)

আনন্দ ইশকুলে কতশত ফুল

আলো হাসি গানে ছিল কি যে মশগুল

কেউ বুকে নিচ্ছিল আগামীর পাঠ

কারো চোখে ভাসছিল দুরন্ত মাঠ

কারো কারো ইচ্ছের ডানা অকপট

দূরাকাশে ভেসে যাবে হয়ে পাইলট।

চারদিকে ঝলমলে সোনা রোদ্দুর

আচানক ঘটে গেলো ঘটনা বিধুর

মিশ্‌কালো হয়ে গেল সূর্যের লাল

জ্বলে পুড়ে অঙ্গার ফুলের কপাল।

অগ্নিতে ভগ্নি ও ভাই পুড়ে ছাই

ঝলসানো রূপ দেখে কাঁদে সব্বাই।

কে পোড়ালো ফুলগুলো, কাঁচা সোনা মুখ?

কে ভাসালো কান্নায় অগণিত বুক?

বিমানের রূপ ধরে আগুনের ঝড়

নিমিষেই করে কারবালা প্রান্তর।

আলো চোখে বুনে দিলো ঘুম নিজঝুম

আনন্দ ইশকুলে কান্নার ধুম।

পূর্ববর্তী নিবন্ধআমার দিদি
পরবর্তী নিবন্ধএলিয়েন মেয়ে ডায়না