কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

সতের বছরের তরুণ মো. ইরফান কলেজে যাওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু রেললাইন থেকে তার তিন টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। শাটলে কাটা পড়েই ইরফানের শরীর তিন ভাগে বিভক্ত হওয়ার ঘটনাটি ঘটে। গতকাল সকাল আটটায় নগরীর দুই নম্বর গেট এলাকার রেল বিটে হেডফোন লাগিয়ে হাঁটছিল সে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি আসছে তা হয়তো সে শুনতে পায়নি। পরিণতি হলো মর্মান্তিক মৃত্যু। নিহত মো. ইরফান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউপির ৭নং ওয়ার্ডের আলী আহমদ সওদাগর বাড়ির মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে। সিএমপি স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। নগরীতে থেকেই পড়াশোনা চালাচ্ছিল। তার বড় ভাই প্রবাসী। পিতা বাড়িতেই থাকে। খোঁজ নিয়ে জানা যায়, শহরে থাকলেও প্রায় সময় গ্রামের বাড়িতে যাওয়া আসা করতো ইরফান।

সুন্দরপুর ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য জানে আলম জনি বলেন, কানে হেডফোন দিয়ে কলেজে যাওয়ার পথে পেছন থেকে শাটলে কাটা পড়ে ইরফান। এতে তার মৃত্যু হয়। ঘটনার আগে এক বন্ধুকে ফোনে কলেজে যাওয়ার কথা বলেছিল সে। ইরফানের মাথা, শরীর, পা ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। আজকে (গতকাল) দুপুর ২টায় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিল ইরফান। ধারণা করা হচ্ছে, হেডফোনে উচ্চ শব্দে গান শুনতে থাকার কারণে ট্রেন আসার বিষয়টি সে শুনতে পায়নি। মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকরা কেন মালয়েশিয়া যেতে পারল না, খতিয়ে দেখা হচ্ছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাসে প্রতিদিন ৪০ হাজার, ট্রেনে ১৫ হাজার যাত্রী পরিবহন হবে