কানাডায় সীতাকুণ্ড সমিতির সমাবেশ

| বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

কানাডায় সীতাকুণ্ডের বাসিন্দাদের সংগঠন ‘কানাডা সীতাকুণ্ড সমিতি’ গত ২০ অক্টোবর এক প্রীতি সমাবেশ ও পিকনিকের আয়োজন করে। এতে কানাডায় বসবাসকারী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দারা যোগদান করেন। টরন্টোর একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সীতাকুণ্ডকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, সাইফ মাহমুদ মাসুম, আসকান সিদ্দিকী, তানভী হক, দিলরুবা শেলী, রফিকুল ইসলাম এবং আ ম ম সামসাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমিতির সভাপতি মনজুর চৌধুরী ও সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, “প্রিয় মাতৃভূমি থেকে আমরা অনেক দূরে বাস করি, কিন্তু সবসময় আমাদের জন্মস্থান সীতাকুণ্ডের কথা মনে পড়ে। আমাদের জীবনের মধুর সময়গুলো কেটেছে সীতাকুণ্ডে। সুখদুঃখ, হাসিকান্নার নানান স্মৃতি রয়েছে এই সীতাকুণ্ডে।

অনুষ্ঠান এর দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। এতে অংশগ্রহণকারীরা গান, কবিতা আবৃত্তি করেন। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বার পরিচালনা পর্ষদের নির্বাচন ৪ জানুয়ারি
পরবর্তী নিবন্ধ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার