কাননের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে কাস্টমসের শুভসূচনা

উদ্বোধনী দিনে বিদ্যুৎ বিভ্রাট, খেলা ৪২ মিনিট বন্ধ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ আয়োজিত জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে শুভ সূচনা করেছে গতবারের চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব। গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধনী দিনে আলি আকবর কাননের হ্যাট্রিকের কৃতিত্বে কাস্টমস স্পোর্টস ক্লাব ৪-০ গোলে চট্টগ্রাম জেলা পুলিশ দলকে বিধ্বস্ত করে। লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বিরক্তিকর লম্বা বক্তৃতাপর্বের কারণে খেলা শুরু হতেই এক ঘন্টা দেরি হয়ে যায়। ওয়ার্মআপ করা দু’দলের খেলোয়াড়দের দাঁড় করিয়ে রেখে এ কান্ড সবার কাছে দৃষ্টিকটূ ঠেকেছে। গতকাল খেলার শুরু থেকেই চ্যাম্পিয়ন কাস্টমস আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। বি লিগের দুই খেলোয়াড়কে নিয়ে মাঠে নেমে সুন্দর ক্রীড়া নৈপুন্য দেখায় কাস্টমস। ২৫ মিনিটে একটি আক্রমন থেকে গোল পেতে ব্যর্থ হলেও ৩১ মিনিটে কাস্টমস এগিয়ে যেতে সমর্থ হয়। বক্সে ঢুকে আলি আকবর কানন বাম পায়ে কোনাকুনি শটে কিপার মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন (১-০)। এ গোলের পর কাস্টমস আরো দুটি সুযোগ নষ্ট করে। জেলা পুলিশ দল মাঝে মাঝে আক্রমণে উঠার চেষ্টা করলেও খুব একটা জুতসই হয়নি সেসব আক্রমণ। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাস্টমস স্পোর্টস ক্লাব। দেরিতে খেলা শুরু করায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্লাড লাইট জ্বালাতে হয়। কিন্তু শুরুতেই বিপত্তি বাঁধে। ফ্লাড লাইটের ফেইজ নষ্টের কারণে ফ্লাড লাইটের আলো নিভে পুরো স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। এ বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ থাকে পুরো ৪২ মিনিট। মেরামত প্রক্রিয়া শেষে এরপর আবার ফ্লাড লাইট জ্বলে উঠে এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কাস্টমস স্পোর্টস দারুনভাবে ঝাঁপিয়ে পড়ে জেলা পুলিশ দলের উপর। কোচ আনোয়ার হোসেনের সুপ্রশিক্ষণে কাস্টমস একের পর এক আক্রমন করতে থাকে। ৫৭ মিনিটে চমৎকার একটি গোল পেয়ে আবারও এগিয়ে যায় তারা। মাহমুদুল হাসান রিতুর দুর্দান্ত শট ক্রসবারে লেগে ফিরে আসে আর সে ফিরতি বলকে তড়িৎ হেড বানিয়ে বল জালে দেন আলি আকবর কানন (২-০)। ৭৩ মিনিটে গোল করেন কাস্টমসের বদলী খেলোয়াড় রফিকুল ইসলাম। সাগর সরকারের মাইনাস থেকে বল পেয়ে তিনি এ গোল করেন (৩-০)। ৭৬ মিনিটে জেলা পুলিশের একটি আক্রমন ব্যর্থ করে দেয় কাস্টমস ডিফেন্স। ৮০ মিনিটে কর্ণার পায় কাস্টমস। বল জেলা পুলিশের গোলমুখে এলে কিপার এবং ডিফেন্সের দোষে আলি আকবর কানন আচমকা গোল করে বসেন (৪-০)। এতেই পূর্ন হয়ে যায় তার হ্যাট্রিক এবং জয় নিয়ে মাঠ ছাড়ে তার দল কাস্টমস। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কাস্টমস স্পোর্টসের আলী আকবর কানন। তার হাতে ক্রেস্ট প্রদান করেন সাবেক জাতীয় ফুটবলার দিপক বড়ুয়া। এর আগে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় শোভন মাহবুব শাহাবুদ্দীন রাজ। লিগ কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি বিজয় বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের মিডিয়া এডভাইজার অভিক ওসমান, এডভাইজার ওসমান, ডেপুটি ম্যানেজার মিডিয়া ফেরদৌস আরা, সিজেকেএস সহ-সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, রেখা আলম চৌধুরী, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন প্রমুখ।

আজকের খেলা: চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ বনাম বিসিআইসি ক্রীড়া সংসদ (বিকাল-৪টা)।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ড আরও অনেক মুসলিম ক্রিকেটার পাবে বললেন মঈন
পরবর্তী নিবন্ধতিন জাপানি গাড়িসহ ৭৫ লট পণ্যের নিলাম কাল