কাতালগঞ্জ নব পন্ডিত বিহারে কঠিন চীবর দানোৎসব গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও স্টেশন হেডকোয়ার্টার্স ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক জিয়া। তিনি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির দেশ বাংলাদেশ ধর্ম, বর্ণ, সমপ্রদায় নির্বিশেষে সকলে নির্দ্বিধায় সকলে সমান অধিকার ভোগ করছে, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের’র সভাপতিত্বে অতিথি ছিলেন–উপসংঘনায়ক রতনশ্রী মহাথের, কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন, অভয়ানন্দ মহাথের, বিহারাধ্যক্ষ ড. উপানন্দ মহাথের, সুমেধানন্দ মহাথের। স্বাগত বক্তব্য দেন, দেবপ্রিয় বড়ুয়া।
প্রধান বক্তা ছিলেন, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, কমলেন্দু বিকাশ বড়ুয়া, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, বিনয় ভূষণ বড়ুয়া, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, চম্পাকলি বড়ুয়া, রোটা. অমরেশ বড়ুয়া চৌধুরী, অধ্যাপক নেভী বড়ুয়া, নিহারেন্দু বড়ুয়া, সিজার বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি অনিমেষ তালুকদার, সাধারণ সম্পাদক শুভাশিস বড়ুয়া সিন্টু্। সম্পাদকীয় পাঠ করেন সৌমেন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন মিন্টু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।