কাতার ও সেনেগাল দুই পরাজিত দলের চাই একটি জয়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ১০:০১ পূর্বাহ্ণ

নিজেদের মাঠে বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখতে পারেনি কাতার। ইকুয়েডরের কাছে হার দিয়ে তাদের বিশ্বকাপ শুরু করতে হয়। অপরদিকে সেনেগালও পারেনি জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে। নেদারল্যান্ডসের কাছে হারতে হয়েছে তাদের। আজ এই দুই পরাজিত দল মুখোমুখি হচ্ছে। আল থুমামা স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় । হার দিয়ে শুরু করায় দু দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে বাজেভাবে হারলেও এখনো কাতারের সামনে সুযোগ রয়েছে মানুষের ধারনাকে ভুল প্রমাণের। টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে নেমেছিল কাতার। সেপ্টেম্বরে চিলির সাথে ২-২ গোলে ড্র করার পর একে একে কাতার হারিয়েছিল গুয়াতেমালা, হন্ডুরাস, পানাম ও আলবেনিয়াকে। এসবই কাতারকে বাড়তি আত্মবিশ্বাস যুগিয়েছে। গত পাঁচ বছর ধরে স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজের অধীনে কাতার নিজেদের ধীরে ধীরে প্রস্তুত করেছে। এত বড় আসরে অতীতে খেলার অভিজ্ঞতা না থাকায় অনেক কিছুতেই তাদের মানিয়ে নেয়াটাও একটি বড় চ্যালেঞ্জ। যে কারণে প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে পরাজয় অনেকটাই প্রত্যাশিত ছিল। বিশ্বকাপের ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে কাতারই প্রথম উদ্বোধনী ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। এদিকে কাতারের মতই পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও নেদারল্যান্ডের বিপক্ষে অনেক দিক থেকেই নিজেদের যোগ্যতার যথার্থ প্রমান দিয়েছে সেনেগাল। দলটির আক্রমণভাগ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। কিন্তু ডাচদের বিপক্ষে বেশী সড়ব ছিল তাদের রক্ষণভাগ। যদিও চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির দুই ভুলে দুটি গোল হজম করতে হয়েছে সেনেগালকে। কোচ আলিউ সিজের দলের জন্য মূল ভরসা সাদিও মানেকে না পাওয়াটা অনেক বড় দুশ্চিন্তার বিষয়। এমনকি মানে ফিট হয়ে ফিরে এলেও সিজের জন্য নিয়মিত দলের আক্রমণভাগ সাজানো নিয়ে শঙ্কা থেকেই যাবে। বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা ফামিরো ডাইহিউও ইনজুরি সমস্যায় রয়েছেন। এ দিকে কাতারের গোলরক্ষক সাদ আল শিব প্রথম ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।