কাঠবেড়ালি ও খুকি

মোশাররফ হোসেন | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

কাঠবেড়ালি কাঠবেড়ালি

দুষ্টু তুমি ভারি,

তোমার সাথে কথা নেই আর

এই যে দিলাম আড়ি।

ফলগুলো সব কুটুস কুটুস

খেয়ে করো সাবাড়,

আমার দেখা পেলেই তুমি

লুকিয়ে চাও আবার।

লেজ উঁচিয়ে থেমে থেমে

ফিরে তাকাও কেন?

তোমায় আমি ফল বাগানে

আর দেখি না যেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ জেলা অফিসে চালু হল এলইডি স্ক্রিন
পরবর্তী নিবন্ধশহর গাঁয়ে