কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গত শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক তাহেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ উল আলম চৌধুরী রাসেল।

আলোচক ছিলেন জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, রফিক উদ্দিন চৌধুরী, ডা. শাহাদাত হোসেন, সামশুল আলম, মইন উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আইয়ুব খান, সহকারী প্রধান শিক্ষক অসিত দাশ, শিক্ষক প্রতিনিধি মকছুদুল করিম, অভিভাবক প্রতিনিধি শহীদুল ইসলাম সমু, ফিরোজ খান, শিক্ষক সৈয়দ মামুনুল ইসলাম, নুরুল আমীন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষক লুৎফুন নেছা।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ উল আলম চৌধুরী রাসেল বলেন, একজন শিক্ষার্থীকে নৈতিক ও মানবিক গুনাবলীর সমন্বয়ে পরিপূর্ণ মানুষ ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা সময়ের প্রধান দাবি। শিক্ষার্থীকে যুক্তিবাদী চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকের পরিশ্রমী তথা ইতিবাচক ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের চলতি বছর এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৩৮ জনকে স্মারক পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে কবিরাজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধসততা ও চেষ্টা থাকলে উদ্যোক্তা হয়ে নিজের ও অন্যের কর্মসংস্থান করা সম্ভব