দক্ষিণ কাট্টলী ইমন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে সংগঠক রতন কুমার দেবনাথের এক স্মরণসভা গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। একাডেমির সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম–চট্টগ্রামের সভাপতি শিবু প্রসাদ দত্ত। প্রধান বক্তা ছিলেন বাগ্মী ও ধর্মভাষক সুদর্শন চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। লিকসন দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা পরিষদের সদস্য রনজিৎ দেবনাথ, জনি শীল শিবু, শিক্ষাগুরু মৃদুল কান্তি দাশ, বাবুল শীল, সুমন মজুমদার, সমীরণ দাশ, রঞ্জন দাশ, জুয়েল নাথ, রাহুল ভট্টাচার্য্য, লিপি নাথ, নৃত্য শিক্ষিকা রুমা পালিত প্রমুখ। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষানুরাগী শিবু প্রসাদ দত্ত বলেন, রতন দেবনাথ ছিলেন একজন মানবিক মানুষ ও সংগঠক। তাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবদান কখনো ভুলার নয়। তিনি মরেও চির অমর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। প্রেস বিজ্ঞপ্তি।