কাজী হাসান ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা

স্মরণসভায় বক্তারা

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আবদুল্লাহ আল হাসানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। কাজী হাসান স্মৃতি সংসদের আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চাকসু ভিপি ও উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল আলম চৌধুরী, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ মো. একরামুল করিম চৌধুরী বলেন, কাজী হাসান চট্টগ্রামের বিএনপির রাজনীতির এক নিবেদিত প্রাণ নেতা ছিলেন। একজন ধৈর্য্যশীল, পরিশ্রমী এবং দৃঢ়চেতা নেতা হিসেবে তিনি সমধিক খ্যাত। উত্তর জেলা বিএনপির রাজনীতিতে সৌহাদ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে তিনি ভূমিকা রেখেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুজনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসেকান্দার হায়াত ও প্রকাশ ঠাকুর ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক