কাজী শুভ ও কণ্ঠশিল্পী জুলির গানের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের। মোমিন রোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলির মিউজিক ভিডিও প্রকাশ করেছে। জুলি জানান, গানটির পরিচালনায় ছিলেন আসাদুজ্জামান আজাদ। ইউটিউব চ্যানেল আজাদ মিউজিক স্টেশন। কথা সুর ও মিউজিক করেছেন এ এইচ তুর্য, মডেল ছিলেন এস কে তৃষ্ণা ও সিয়াম। রূপসজ্জায় আরিফ ও রশিদ, ডান্স কোরিওগ্রাফারে নূহ রাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলি শারমিন, শহীদ ফারুকী, অ্যাড. কামরুল আজম চৌধুরী টিপু, গীতিকার এম শাসুল আলম, শাহীন রহমান, বিশ্বজিৎ পাল, অ্যাড. হাসান মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।