কাজী শাহেদ আহমেদের ইন্তেকাল

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

বিলুপ্ত আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী কাজী শাহেদ আহমেদ আর নেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মেজ ছেলে কাজী আনিস আহমেদ বলেন, বাবা অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আজকে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদের বয়স হয়েছিল ৮২ বছর। খবর বিডিনিউজের।

কাজী শাহেদের বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। তার মেজ ছেলে কাজী আনিস আহমেদ বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক। ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক। কাজী শাহেদের জন্ম ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে। প্রকৌশল পড়ার পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নেওয়ার পর ১৯৭৯ সালে ‘জেমকন’ গ্রুপ গঠন করে ব্যবসায় নামেন তিনি। গত শতকের ৮০ এর দশকে প্রকাশিত সাপ্তাহিক খবরের কাগজ কাজী শাহেদের মালিকানায় প্রকাশিত হত। পরে তা দৈনিক পত্রিকা আজকের কাগজে রূপ নেয়। প্রথমে নাইমুল ইসলাম খান সম্পাদনা করলেও পরে প্রকাশনার পাশাপাশি সম্পাদকের দায়িত্বও নেন কাজী শাহেদ। দেড় দশক আগে বন্ধ হওয়ার আগ পর্যন্ত আজকের কাগজের প্রকাশকসম্পাদক ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআরতি প্রভা সরকার
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার, নজরদারির নির্দেশ