কাচ্চি ডাইনের খাবারে অননুমোদিত কেমিক্যাল, কেএফসিতে পাম অয়েল

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৪২ অপরাহ্ণ

মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবার অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইনের কেরামতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিযানে ধরা পড়েছে।

আজ মঙ্গলবার দুপুরে খাবারে প্রাকৃতিক মশল্লার ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানোর অভিযোগে ‘কাচ্চি ডাইন’ চট্টগ্রামের জিইজি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল তেল ব্যবহার করাই সতর্ক করার পাশাপাশি প্রতিষ্ঠানে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে কেএফসি জিইসি শাখাকে বিশ হাজার টাকা এবং এবং ক্যান্ডি কে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।

এসব অভিযোগে তিনটি খাবার প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তাধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

এদিকে জরিমানা থেকে বাঁচতে বিভিন্ন যুক্তি দাঁড় করালেও শেষমেষ খাবারে পাম অয়েল তেলের ব্যবহার স্বীকার করে কেএফসি। তবে তা কোম্পানির নিয়ম অনুযায়ী করেন বলে দাবি কেএফসি কর্মকর্তার

পূর্ববর্তী নিবন্ধশাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমিতির নির্বাচন
পরবর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ারের সাথে এইচকেডি আউটডোর ইনোভেশনস লিমিটেডের সমঝোতা চুক্তি