যুক্তরাজ্যে বাতিল হতে যাওয়া ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলাতে বাংলাদেশের ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ক সার্কুলার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ব্যাংকাররা জানিয়েছেন, ব্যক্তি পর্যায়ে কারও কাছে এমন ২০ ও ৫০ পাউন্ডের নোট থাকলে তা দেশে যে কোনো ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এডি (অনুমোদিত ডিলার) শাখা কিংবা মানি এক্সচেঞ্জ থেকে ওই সময়ের আগেই বদলে নিতে হবে।
ব্যাংক অব ইংল্যান্ড জালিয়াতি ঠেকাতে ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোটের বদলে ইতোমধ্যে পলিমার নোট চালু করেছে। তবে এখনও বাজারে ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোটের প্রচলন থাকায় তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিয়ে নিতে বলেছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকটি। খবর বিডিনিউজের।
এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট সময়সীমার মধ্যেই দেশে থাকা পাউন্ডের পুরনো এ দুটি নোট যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলেছে। সেজন্য ডিলার ব্যাংক ও মানি এঙচেঞ্জগুলোকে আলাদা করে অনুমতি নিতে হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। লেনদেন সুবিধা পেতে এবং ব্যয় কমাতে একটি এডি শাখাকে প্রতিষ্ঠানগুলো দায়িত্ব দিতে পারবে বলেও ওই নির্দেশনায় বলা হয়েছে। আর মানি এঙচেঞ্জগুলোকে ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এডি শাখার কাছে নোটগুলো বিনিময় করতে পরামর্শ দেওয়া হয়েছে।