কাগতিয়ার গাউছুল আজমের (রা.) বেলাদত ও বদর দিবস পালিত

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে খতমে কোরআনের মাধ্যমে গতকাল রবিবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর বেলাদত শরীফ ও ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে।

এতে উপস্থিত তরিক্বত পন্থিরা ১৭টি খতমে কোরআন আদায় করেন। পরে ইসলামের প্রথম ঐতিহাসিক বিজয় সোপান বদর যুদ্ধের বিভিন্ন দিক আলোচনা করা হয় এবং এ থেকে শিক্ষা অর্জন করার জন্য মুসলিম মিল্লাতের প্রতি বিশেষ আহবান করা হয়। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে সকলের অভিন্ন আবেদন ছিলো খতমে কোরআনের বরকতের উসিলায় মোর্শেদে আজমের হায়াত কামনা, দেশজাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মাহফিল প্রাঙ্গণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক নিয়ে সমস্যা সারা বিশ্বেই আছে : সালমান এফ রহমান
পরবর্তী নিবন্ধবিজিবির গুলিতে নিহত শ্রমিকের দাফন সম্পন্ন