কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার ৮৯তম সালানা জলাসা আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ৩ টায় রাউজান মূল ক্যাম্পাস ময়দানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে সালানা জলসায় প্রধান অতিথি থাকবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ, চবি সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি আল্লামা মুসলেহ উদ্দীন মাদানী, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নেজাম উদ্দিন, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।