কাউন্সিলর, স্থপতিসহ ৯ ব্যক্তিকে সিডিএর সদস্য পদ থেকে অব্যাহতি

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৩:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য পদ থেকে চট্টগ্রামের স্থপতি, কাউন্সিলরসহ ৯ জন ব্যক্তিকে অব্যাহতি প্রদান করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

গত ২৯ আগস্ট বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ এর যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সিডিএ’র সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ৯ ব্যক্তিরা হলেন-কাউন্সিলর মো. আশরাফুল আলম, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ, মো. জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ।

প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৫ এর উপধারা (২) এর বিধান মতে ৯ (নয়) জন ব্যক্তিকে সিডিএর সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রী পরিষদ সচিব, সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, সিডিএ চেয়ারম্যান, উপদেষ্টার একান্ত সচিবসহ সকল সদস্যদের প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্পিকার পদ থেকে শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ