কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবালের বিরুদ্ধে লিখিত অভিযোগ

মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবুর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এই ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুল আলম (বি.কম)। লিখিত অভিযোগে মোহাম্মদ শফিকুল আলম জানান, তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও দলের কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করায় ক্ষুদ্ধ হয়ে এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু ও তার ভাই জামায়াতের রোকন জুবায়েত আরেফিন জুব তাকে এবং তার ছেলে রেজাউল আলম রিপনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাই নিজের এবং ছেলের জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। মোহাম্মদ শফিকুল আলমের লিখিত অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি তদন্তপূর্বক জানানোর জন্য বায়েজিদ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচোখের সামনেই ঘর হারালেন বৃদ্ধ মোজাহের
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে ছুরিকাঘাতে ছিনতাই, গ্রেপ্তার ৪