সরকার পতনের পর নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসীমের লুট হওয়া ৭টি গরু উদ্ধার করে বুঝিয়ে দেয়া হয়েছে। গত রাতে মোস্তাফা হাকিম কলেজ ক্যাম্পাসে তার প্রতিনিধির কাছে নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে গরুগুলো হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মঞ্জুর আলম চৌধুরী আজাদীকে বলেন, আওয়ামী সন্ত্রাসীরাই জসীমের গরুগুলো লুট করে। জসীম নিজেও এলাকায় অনেক অন্যায় করেছেন। এরপরও তার গরুগুলো আমরা উদ্ধার করে বুঝিয়ে দিই। আমরা চাই না কারো সম্পদ লুট হোক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতিকারীরা কাউন্সিলর জসীমের খামার থেকে ৭টি গরু লুট করে নিয়ে যাওয়ার সময় মোস্তাফা হাকিম কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ–সমন্বয়কারীরা উদ্ধার করে। পরে তা সেনাবাহিনীর মেজর আরফিন এর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। গত রাতে কলেজের অধ্যক্ষ মো. আলমগীর কাউন্সিলরের প্রতিনিধি গিয়াস উদ্দিনের কাছে গরুগুলো হস্তান্তর করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ যুবদল নেতা শাহেদ আকবর, সিরাজ উদ্দীন, নেছার আহম্মদ, তৌসিফ চৌধুরী, সামির উপস্থিত ছিলেন।