কাউন্সিলর অফিসের স্টাফ পরিচয়ে জন্মসনদ করে দিত তারা

আজাদী অনলাইন | বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:২৩ অপরাহ্ণ

কখনো কাউন্সিলর অফিসের স্টাফ, কখনো বা পাসর্পোট অফিসের কর্মচারী, এমন পরিচয় দিয়ে সহজেই জন্মসনদ প্রস্তুত এবং এটি ব্যবহার করে জাতীয়তা সনদ, পাসর্পোট ও এনআইডি সংশ্লিষ্ট দপ্তর হতে ইস্যু করিয়ে দেওয়ার আশ্বাসে সাধারণ নাগরিকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো হালিশহর ডবলমুরিং এলাকার একটি চক্র।

এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মে) হালিশহর থানা পুলিশের অভিযানে ধরা পড়েছে দুই প্রতারক। তাদের কাছ থেকে উদ্ধ্বার করা হয় জাল-জালিয়াতির মাধ্যমে তৈরী একটি জন্মনিবন্ধন সনদ, সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত ৩টি স্টাম্প, ২৫ নং রামপুরা ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও জন্মনিবন্ধন সহকারী সুমন গুপ্ত নামের দু’টি সীলসহ এ কাজে ব্যবহৃত আরো ৪ টি সীল ও স্ট্যাম্প প্যাড।

এ সময় হাতে নাতে গ্রেফতার করা হয় মোঃ সাগর (২৪) ও মোঃ রেজাউল করিম (২৫)কে। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কায়সার হামিদ।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং পুলিশের হাতে ধরা পুলিশ পরিচয় দেওয়া নকল চাচা-ভাতিজা
পরবর্তী নিবন্ধসিআইইউ পরিবারে যোগ দেওয়া নতুন সদস্যদের ওরিয়েন্টেশন