ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওয়ানডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের ব্যস্ততা না থাকলে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি খেলতে দেখা যাবে মিরাজকে। টুর্নামেন্টটি শুরু হবে আগামী আগস্টে। অনেকদিন পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মিরাজ ডাক পেলেন। মূলত ইংলিশ স্পিনার জ্যাক লিনটটের সুপারিশে মিরাজের জন্য প্রস্তাবটা এসেছে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেছেন লিনটট। মিরাজও খেলেছেন মোহামেডানে। লিনটট কাউন্টি খেলেন ওয়ারউইকশায়ারের হয়ে। মিরাজের বিষয়ে তিনিই সুপারিশ করেছেন। পরে আনুষ্ঠানিকভাবে ওয়ারউইকশায়ারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিরাজ বলেন ওয়ারউইকশায়ার থেকে একটা প্রস্তাব এসেছে। ওরা ওয়ানডে লিগে আমাকে খেলাতে আগ্রহী। আমিও খেলতে চাই। আগস্টে টুর্নামেন্টটা হবে। যদি সুযোগ মেলে আর যদি জাতীয় দলের খেলা না থাকে তাহলে ৪–৫টা ম্যাচ গিয়ে খেলে আসবো। লিনটট ঢাকায় থাকতেই আমাকে ওখানে খেলার কথা বলেছিল। আমিও আগ্রহ দেখিয়েছিলাম। কাউন্টি ক্রিকেটের কথা সব সময়ই শুনেছি। এবার সুযোগ মিলেছে। বোর্ডকে অ্যাপ্রোচ করবো। যেহেতু এটি পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট তাই আশা করছি সুযোগ থাকলে বোর্ড মানা করবে না। তিনি বলেন সবার মুখে শুনেছি যে কাউন্টিতে খেললে ক্রিকেটারদের খেলার মান উন্নতি হয়। ওখানের পরিবেশ, উইকেট, কন্ডিশন সবকিছুর একটা ভালো আমেজ থাকে। তাই যেতে চাচ্ছি। দেখা যাক, ভাগ্যে থাকলে কয়েকটি ম্যাচ গিয়ে খেলব। মিরাজের সেই প্রত্যাশা পূরণ হবার সুযোগ আছে। এদিকে ইংল্যান্ডের কাউন্টির এই ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে ১ আগস্ট। আর ফাইনাল হবে ১৬ সেপ্টেম্বর। অর্থাৎ আফগানিস্তান সিরিজ শেষে এশিয়া কাপ শুরুর আগ পর্যন্ত কাউন্টিতে খেলতে পারবেন মিরাজ।