রাঙামাটির কাউখালী উপজেলায় আরও দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা বন্ধের নির্দেশনা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়ায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান।
তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়ায় অভিযান পরিচালনা করে সিবিএম ব্রিকস ও কেবিবি ব্রিকস নামক দুইটি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা এবং ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা ২টি বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পার্বত্য তিন জেলার সকল ইটভাটা বন্ধ করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনার অংশ হিসেবে কাউখালী উপজেলার ১৫টি ইটাভাটার সব কয়টি বন্ধ করা হয়েছে। পুরো অভিযানকালে সব মিলিয়ে ১৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম, সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।