রাঙামাটির কাউখালী উপজেলায় এক মাদ্রাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলেও ওই ছাত্র মাদ্রাসা যায়নি। চারদিন ধরে বিভিন্ন সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গতকাল বুধবার কাউখালী থানায় হারানো ডায়েরি করেছে পরিবার।
জানা গেছে, নিখোঁজ মাদ্রাসা ছাত্র মো. মারুফ হোসেন (১৪) কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গ্রামের মো. ইউছুপ আলীর ছেলে।
নিখোঁজ মারুফের পিতা জানান, আমার ছেলে মো. মারুফ হোসেন রাঙ্গুনিয়া ফুলবাগিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করে। গত ২৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ছেলে মাদ্রাসায় পৌঁছেছে কিনা জানতে খোঁজখবর নিয়ে জানতে পারি সে মাদ্রাসায় যায়নি। পরবর্তীতে আশেপাশের দোকান ও লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করলেও তারা কেউ সন্ধান দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করলাম। জিডিতে ইউছুপ আলী ছেলের শারীরিক গঠনের বর্ণনায় লিখেন, মারুফ হোসেনের উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, বয়স ১৪ বছর, গায়ের রঙ ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, গায়ে বেগুনী রঙের জোবরা এবং ওজন আনুমানিক ৪০ কেজি। এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। দ্রুত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।