কাউখালীতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি  | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মো. দিদারুল আলম উপজেলার বেতবুনিয়া ডাকঘর পাড়ার আহম্মদ মিঞা সওদাগরের ছেলে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসামপ্রদায়িক সমপ্রীতির গ্যারান্টি দিতে পারে একমাত্র ইসলাম
পরবর্তী নিবন্ধপার্থিব জীবনের সর্বক্ষেত্রে রাসুলকে (দ.) অনুসরণ করতে হবে