তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলার কাউখালিতে সেপাকটাকরো প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কাউখালি উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই সেপাকটাকরো প্রতিযোগিতায় ঘাগরা ইউনিয়ন দল কাউখালি উপজেলা ক্রীড়া সংস্থা দলকে পরাজিত করে। নতুন এই খেলাকে ঘিরে কাউখালিতে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়। প্রথমবারের মত কাউখালিতে সেপাকটাকরো খেলা আয়োজন বেশ প্রশংসিত হয়। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন কাউখালি উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং কাউখালি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজি আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুখ ঢালি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) আওয়ালীন খালেক, বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল, নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি সহ কাউখালি উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা সহ স্থানীয় বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড় কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়।












