একুশে পদক ২০২২ পাচ্ছেন দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক। গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় অভিনেতা-নাট্যকার মাসুম আজিজের নামও রয়েছে। শিল্পকলায় অবদানের জন্য তাকে একুশে পদক দেওয়া হচ্ছে। একুশে পদক মনোনীতদের নাম ঘোষণার পর নিজের অনুভূতি জানান মাসুম আজিজ। খবর বাংলানিউজের।
গুণী এই অভিনেতা বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। এর মধ্যে সংবাদটি শোনার পর একটা চিৎকার দিয়েছি। আনন্দও হলেও কান্নাও করেছি। এর কারণ হিসেবে মাসুম আজিজ বলেন, সারাজীবন নাটক ছাড়া কিছু করিনি। আবার যেটুকু করেছি তার জন্য কারও কাছে কোনও পুরস্কার বা কিছু নিজ থেকে চাইনি। তাই রাষ্ট্র যখন নিজে থেকে আমাকে এমন একটা পুরস্কার দিচ্ছে, তা আমার জন্য অনেক বিশেষ। কতটা বিশেষ এটা বলে বোঝাতে পারবো না।