সরবরাহ সংকটের অজুহাতে কাঁচা মরিচের রেকর্ড দাম বৃদ্ধি হয়েছে। গতকাল নগরীর বিভিন্ন সবজির বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ২২০ থেকে ২৪০ টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম ৩০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর কাজীর দেউরি বাজারে কাঁচামরিচ কিনতে আসা ক্রেতা শফিউল আলম বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম বলতে গেলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম ছিল ১৫০ টাকা।
এখন সেটি কেজিতে প্রায় ১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের ইনকাম তো আর সেভাবে বাড়ছে না। এছাড়া বাজারে প্রশাসনের অভিযানও নেই। প্রশাসন কেবল রমজান মাস এলে অভিযানে নামে। বাকি ১১ মাস বলতে গেলে কোনো খবর থাকে না। এখন বাজার মনিটরিং দরকার।
কাজীর দেউরি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেক কমে গেছে। যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। পাইকারী বাজার থেকে আমাদের এখন প্রতি কেজি কাঁচা মরিচ কিনতে হচ্ছে ২১০ টাকায়। আমরা সীমিত লাভে মরিচ বিক্রি করছি। আমরা শুনেছি, বিগত দিনে তীব্র গরম এবং কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে, যার কারণে মরিচের দাম বাড়ছে।