লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রাক্তন লিও জেলা সভাপতিদের সংবর্ধনা লিও চৌধুরী মৌমিতা বড়ুয়ার সঞ্চালনায় এবং ক্লাব সভাপতি লিও চৌধুরী আদৃতা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন হুমায়ুন কবির, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন মো. হাকিম আলী। উপস্থিত ছিলেন লায়ন হুমায়ুন কবির, লায়ন শাহাজাদা গাজী মো. গজনবী, লায়ন এম বদিউর রহমান, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন আনিসুল হক, লায়ন মো ওবায়দুর রহমান, লায়ন খলিলউল্লাহ চৌধুরী সাকিব, লিও ইরফান মোস্তফা। প্রধান অতিথি কেক কাটার মাধ্যমে ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। তিনি বলেন, লিওরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনে আমাদের এই লায়ন্স জেলা এবং জাতির নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জি. মো. নাঈম সারওয়ার জিতু, লায়ন তপন কুমার দাশ, লিও দিপ্ত দে, লিও সিফাতুল ইসলাম সামি, লিও সিরাজুল করিম হিরু, লিও পৃথা, লিও নয়ন, লিও জায়েদ, লিও রাকিন, লিও ঝলক, শিহাব, লিও নাইম, লিও ফয়সাল, লিও জয়, লিও রাখি, লিও দিঘী, লিও উর্মীলা, লিও জাহেদ, লিও মৌমিতা,লিও সায়েম, লিও সিফাত প্রমুখ। শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।