কসমোপলিটন লায়ন্স ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণ

| সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ১০:০৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস ও আন্তর্জাতিক শিশু বই দিবস উপলক্ষে গত ১২ এপ্রিল কসমোপলিটন লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে নিষ্পাপ স্কুল অব অটিজমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার আগামী সেবা বর্ষের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, স্কুলের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ডা. বাসনা মুহুরি, লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার ঝুলন দাশ, স্কুলের প্রিন্সিপাল সোমা চক্রবর্তী, লায়ন ইঞ্জি. মো. নাঈম সারওয়ার জিতু, লিও ক্লাব সভাপতি লিও অর্চি দাশ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-হামিম ইনস্টিটিউটের বই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের ফলে করোনায় লাশের স্তূপ দেখতে হয়নি