ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশ নিতে অনুশীলন শুরু করেছে চট্টগ্রামের ক্লাব কল্লোল সংঘ। গতকাল সকালে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে দলের অনুশীলন উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা আ.জ.ম. নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি এবং সিজেকেএস নির্বাহি সদস্য মোহাম্মদ নাসির মিয়া, ক্লাবের সভাপতি শেখ নওশাদ সরোয়ার পিন্টু, সাধারন সম্পাদক সালাউদ্দিন জাহেদ, কোচ মোহাম্মদ কাশেম, জসিমুল হুদা, আবুল হাসনাত, আনিসুর রহমান কাঞ্চন, দেওয়ান মোঃ নাজমুল, মাসুদ পারভেজ, শফিকুল আলম বাশার, শামীম লিখন, মারুফুল ইসলাম মারুফ, মনজুর আলম প্রমুখ। ঢাকা মহানগরী তৃতীয় বিভাগ ফুটবল লিগ থেকে গত মৌসুমে দ্বিতীয় বিভাগে উঠে এসেছে কল্লোল সংঘ। আর দ্বিতীয় বিভাগেও ভাল কিছু করতে চায় দলটি।