সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএ মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী কল্লোল সংঘ গ্রীন ক্লাবের এক সভা গত মঙ্গলবার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কল্লোল সংঘ গ্রীনের কাউন্সিলর হাজী মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এবং উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় কল্লোল সংঘ গ্রীন ক্লাবের মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে ফুটবল কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আলো। ভাইস–চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সেলিম, আলী মর্তুজা খান, বিপ্লব দে পার্থ, নুর খান, রাজিবুল হাসান রানা, আজম খান। ফুটবল সম্পাদক করা হয়েছে আশিক মল্লিক আরশিকে। যুগ্ম–সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল হোসেন এবং নুর জাহেদ বাবলু। সমন্বয়কারী হিসেবে রয়েছেন সালাউদ্দিন জাহেদ, আনোয়ার হোসেন, আনোয়ারুল আবেদীন মুন্না। দলীয় ম্যানেজার নাহিদ মুরাদ মুন্না ও সহকারী ম্যানেজার মনোনীত হয়েছেন ইউনুছ মিয়া জুয়েল। মোট ৩১ সদস্যের ফুটবল কমিটি গঠন করা হয়।