প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে কল্লোল সংঘের সভাপতি শেখ নওশাদ সরওয়ার পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহউদ্দিন জাহেদের সঞ্চালনায় ফুটবল কমিটির গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য মো. নাছির মিয়া। ফুটবল লিগে সুষ্ঠুভাবে দল পরিচালনা করার লক্ষ্যে মো. আনোয়ারুল আনিসকে চেয়ারম্যান, নাহিদ মুরাদ মুন্নাকে সম্পাদক এবং রাসেল মুরাদকে ক্লাবের ফুটবল দলের ম্যানেজার মনোনীত করা হয়। অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান মো. মহসিন, হারুন বাবর, মোশারফ হোসেন মাসুম, আমিনুল ইসলাম মাসুদ, সমীর মহাজন লিটন, সহকারী ম্যানেজার মো. শফিকুল আলম বশর। সদস্যরা হলেন মো. ইকবাল, মো. রাসেদ, মাসুদ পারভেজ, আমির হোসেন, মো. কায়সার, বিপ্লব বড়ুয়া, রুপম পালিত, জাহিদ ইকবাল, রঞ্জন দে, আহাম্মদ নাজিম উদ দ্দৌলা, জুনায়েদ, মো. ইমরান, মো. নুর পারভেজ বুলবুল, শেখ রাসেদ আহমেদ, মো. মাসুদ রানা, মো. ফয়সাল, শেখ তাজউদ্দিন আহমেদ তাজু, আব্দুল কাদের রুবেল, নুরুল আমিন হীরা, খুরশিদ আলী, সালাউদ্দিন কুদ্দুস, সাহেদ মুরাদ, মো. রুবেল।