সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে কল্লোল সংঘ আবারো জয় পেয়েছে। অন্য খেলায় শিরোপা প্রত্যাশি শতদল ক্লাব হারিয়েছে অপর শিরোপা প্রত্যাশি পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় কল্লোল সংঘ ৩-২ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। কল্লোল সংঘের পক্ষে ১২ মিনিটে আল আমিন ৪২ মিনিটে সাইফুর রহমান আসিফ এবং ৮৬ মিনিটে সাফায়েত বিশ্বাস গোল করেন। অন্যদিকে বাকলিয়া একাদশের পক্ষে ৮৮ মিনিটে এনামুল হক চৌধুরী এবং অতিরিক্ত সময়ে প্রুহেলা চিং বুবু গোল করেন। কল্লোল সংঘ এ নিয়ে টানা তিন খেলায় জয়লাভ করলো। ৫ খেলা শেষে থাদের পয়েন্ট ১০।
অন্যদিকে বাকলিয়া একাদশ সমান খেলায় ৪ পয়েন্ট পেয়েছে। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কল্লোল সংঘের সাইফুর রহমান আসিফ। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ড. মাশফিক আহমদ চৌধুরী। একই ভেন্যুতে দিনের অপর খেলায় শতদল ক্লাব ২-১ গোলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এ জয়ে শতদল ক্লাব ৫ খেলা শেষে ১২ পয়েন্ট লাভ করেছে। অন্যদিকে পটিয়া সমান খেলায় ১০ পয়েন্ট পেয়েছে। পরাজিত হলেও পটিয়া উপজেলা শতদলের সাথে শিরোপা দৌড়ে আছে। দুটি দলেরই আরো চারটি করে খেলা বাকি আছে। গতকাল দু’দলের প্রতিদ্বন্দ্বিতাময় খেলায় শতদল প্রথমার্ধের ১৪ মিনিটে প্রথম এগিয়ে যায়। এ সময় তাদের পক্ষে গোল করেন মুজিবুর রহমান জনি। খেলার ৫০ মিনিটে তা শোধ করে দেন পটিয়া উপজেলার শাফায়াতুল আলম। তবে ৮৪ মিনিটে শতদল ক্লাবের শেখ দিদারুল ইসলাম গোল করে দলকে জয় উপহার দেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল ক্লাবের খেলোয়াড় মুজিবুর রহমান জনি। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এ্যাডভোকেট শাহবাজ মুনতাসির চৌধুরী । আজ প্রথম বিভাগ ফুটবল লিগে একটি খেলা অনুষ্ঠিত হবে।
এ খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব। বিকাল ৪.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।