সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় কল্লোল সংঘ ৩-১ গোলে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে হারিয়ে চলমান লিগে নিজেদের চতুর্থ জয় তুলে নেয়। সমান খেলায় ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের এটি চতুর্থ পরাজয়। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম এই খেলায় শুরু থেকে কল্লোল সংঘ দাপট দেখালেও ২৫ মিনিটে উল্টো গোল খেয়ে ফেলে তারা। ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে প্রথমে এগিয়ে নেন ফয়সাল আহমেদ নিশান(১-০)। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে সে গোল শোধ করে কল্লোলকে সমতায় ফেরান মারুফ সিকদার (১-১)। বিরতি থেকে ফিরে লাকী স্টারকে চেপে ধরে কল্লোল সংঘ। একের পর এক আক্রমণ চালান কল্লোল সংঘ লাকী স্টারের গোলমুখে। এ থেকে ফলও পান তারা। খেলার ৫৬ মিনিটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কল্লোলের আল আমিন। ৩৭ মিনিটে জয় সুনিশ্চিত করেন কল্লোলের সাফায়েত বিশ্বাস (৩-১)। এর পরও তাদের আরো বেশ কয়েকটি আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষকের বাধায় প্রতিহত হয়। না হলে আরো বড়ো ব্যবধানে জয় পেতো কল্লোল সংঘ। ৭ খেলা শেষে কল্লোল সংঘ ১৩ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে লাকী স্টার ক্লাব ৭ খেলা শেষে ৫ পয়েন্ট অর্জন করেছে।
এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কল্লোল সংঘের খেলোয়াড় আলামিন। তাকে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মিসেস আনজুমান আরা বেগম।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় কর্ণফুলী ক্লাব ৩-০ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। কর্ণফুলীর পক্ষে দিদারুল ইসলাম সৈনিক ২টি এবং নোমান তালুকদার ১টি গোল করেন। ৭ খেলা শেষে এখনো লিগের অপরাজিত দল কর্ণফুলী ক্লাব। তারা ১৩ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে ৭ খেলায় আগ্রাবাদ কমরেড ক্লাব ১ পয়েন্ট অর্জন করেছে। তাদের অবনমন অনেকটাই নিশ্চিত। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী ক্লাবের দিদারুল আলম । তাকে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল আলম (বাপ্পি)। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা-বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স (বিকাল ৪.৩০টা), দ্বিতীয় খেলায় অংশ নেবে শতদল ক্লাব-আগ্রাবাদ নওজোয়ান ক্লাব( সন্ধ্যা ৬.৩০টা)। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।












