কলির হারানো দিনের গান

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:০৬ পূর্বাহ্ণ

ডিজিটাল দুনিয়ায় শ্রোতা-দর্শকদের বড় বিনোদন হচ্ছে গান। আর সেসব গান যদি হয় পুরনোকে নতুন করে উপস্থাপন, তাহলে বাজিমাত। হাল সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শামীমা আক্তার কলি ডুব দিয়েছেন সেই প্রচেষ্টায়। তাঁর গাওয়া ১০টি বিখ্যাত গানের প্রোমো রিলিজড হওয়ার পর লুফে নিয়েছেন শ্রোতারা। শিল্পীর মায়াবী কণ্ঠের জাদুতে হয়েছেন বিমোহিত। চট্টগ্রামের আঞ্চলিক গান ‘পিরিতের আঠা টান দিলে ছুটে না’, ‘রসের হতা হই হই’, ‘বাইন দুয়ারদি ন আইস্যে তুঁই’ এবং কালজয়ী গান ‘নেশা লাগিলো রে’, ‘বন্ধু রঙ্গিলা’, ‘লীলাবালি’, ‘বনমালী তুমি’, ‘পাগল মন’, ‘একা একা কেন ভালো লাগে না’ সাবলীলভাবে গেয়েছেন শামীমা আক্তার কলি। সংগীত পরিচালনায় ছিলেন রবিন ইসলাম এবং ভিডিও পরিচালনা করেছেন নাহিন এহসান।
কলি জানালেন, মা নূরজাহান বেগমের অনুপ্রেরণায় গানগুলো ভিডিওতে রূপান্তরিত হয়েছে। এজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। দর্শকরা ভালোভাবেই হৃদয়কাড়া সুরের গানগুলো গ্রহণ করবেন বলে আশা করছেন তিনি। গানগুলো আমার জন্মদিন উপলক্ষে শ্রোতাদের জন্য উপহারস্বরূপ। এজন্য আমি শ্রোতাদের ভালোবাসা ও দোয়া চাই। এছাড়া কলির কণ্ঠে আরো ২টি মৌলিক গান আসছে। গানগুলো হচ্ছে-‘প্রাণ পাখি’ ও ‘তোর নামেতে আমার জীবন’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমরজিতের গানের মডেল বাবা-মা
পরবর্তী নিবন্ধআসছে ‘হরিবোল’ সিনেমার গান