কলাকেন্দ্রের মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা কলাকেন্দ্র নামে সাংস্কৃতিক সংগঠনের সূচনা করে। নগরীর একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টল ইয়থ কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহীর কাজী সভায় সভাপতিত্ব করেন।
সঙ্গীত শিল্পী সুজিত ভট্টাচার্য দোলনের সঞ্চালনায় প্রারম্ভে ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী। বক্তব্য দেন-অরুণ চন্দ্র বণিক, প্রণবরাজ বড়ুয়া, সুজিত দাস অপু, সুজিত চৌধুরী মিন্টু, নিহার ভট্টাচার্য, জয়া দত্ত, প্রত্যাশী বড়ুয়া, শান্তা নাহার খানম, অমিত কুমার শীল, লোকমান হাকিম, স্বদেশ চক্রবর্তী, শীলা চৌধুরী, বেবি দাশ মজুমদার নুপুর, হানিফুল ইসলাম চৌধুরী, ছবির আহমদ, শিল্পী সুকুমার চক্রবর্তী, সুকুমার বড়ুয়া, মোহাম্মদ সেলিম সওয়ার, মো. নুরুল আবছার।
সভায় নাসিরুদ্দিন চৌধুরীকে সভাপতি, জহীর কাজীকে কার্যকরী সভাপতি, অরুণ চন্দ্র বণিককে সাধারণ সম্পাদক, সুজিত ভট্টাচার্য দোলনকে প্রধান নির্বাহী (সিই) এবং অনুপ বিশ্বাসকে নির্বাহী সম্পাদক করে সাংগঠনিক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে চালু হচ্ছে ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার
পরবর্তী নিবন্ধআমিরাতের বিপক্ষে স্কোয়াডে সৌম্য, অধিনায়ক সোহান