আইপিএলে ফিরেই জয়ের দেখা পেয়েছেন মোস্তাফিজ। গতকাল সোমবার তার দল চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে কলকাতা নাইড রাইডার্সকে। টানা তিন জয়ের পর এটা কলকাতার প্রথম পরাজয়। মোস্তাফিজহীন আগের খেলায় চেন্নাই হেরে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। গতকাল টস জিতে চেন্নাই প্রথমে ব্যাট করতে পাঠায় কলকাতাকে। প্রথমে দ্রুত রান পেলেও পরে মোস্তাফিজ আর রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ১৩৭ রানেই আটকে যায় কলকাতা। জবাবে ভুগতে হয়নি চেন্নাইকে। ১৮তম ওভারে ৭ উইকেটে জয় পায় তারা। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট তাদের। আর চার ম্যাচে সমান পয়েন্ট কলকাতার। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত হাফ সেঞ্চুরিতে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই। ১৭.৪ ওভারে ১৪১ রান তোলে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৫৮ বলে ৯ চারে ৬৭ রানে অপরাজিত ছিলেন রুতুরাজ। তার আগে ড্যারিল মিচেলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন চেন্নাই অধিনায়ক। ২৫ রান করে আউট হন নিউজিল্যান্ড ব্যাটার। এছাড়া শিবম দুবে ১৮ বলে ১ চার ও ৩ ছয়ে ২৮ রানের ইনিংস খেলেন। এর আগে ওপেনার রাচিন রাবিন্দ্র ১৫ রান করে আউট হন। ধোনি অপরাজিত ১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হন বিজয়ী দলের রবীন্দ্র জাদেজা। ১৮ রানে ৩ উইকেট নেন তিনি।












