কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন নুরুল ইসলাম

নাগরিক শোকসভায় বক্তারা

| সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহবায়ক মরহুম নুরুল ইসলামের নাগরিক শোকসভা সিএন্ডবি ফায়ার সার্ভিস প্রাঙ্গণে নাগরিক শোকসভা কমিটির আহবায়ক আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, নুরুল ইসলাম ছিলেন মুজিব আদর্শে নিবেদিত প্রাণ একজন সংগ্রামী নেতা। গণমানুষের অধিকার আদায়ে আওয়ামী লীগের নেতৃত্বে চট্টগ্রামের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার ভূমিকা অসামান্য। তার অমায়িক ব্যবহার ও মানুষের প্রতি নিখাদ ভালোবাসা তাকে চান্দগাঁও এর মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব করে তোলে। চট্টগ্রামের নেতৃবৃন্দের কাছে তাঁর আলাদা গুরুত্ব ও গ্রহণযোগ্যতা ছিল। তার সততা, কর্মনিষ্ঠতা ও অসাধারণ ব্যাক্তিত্বের কারণে এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, নূরুল ইসলামের মত নেতা নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা কর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সাংগঠনিক দক্ষতা ও নির্লোভ নিরহংকার চরিত্রের কারণে নুরুল ইসলাম এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চান্দগাঁও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নুরুল ইসলাম ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ। তিনি এ এলাকার উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব ফৌজুল আজিম, সরোয়ার খান ও মো. হুমায়ন করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম, তারেক মাহামুদ পাপ্পু, আরশেদুল আলম বাচ্চু, শামসুল আলম, নুরুল হুদা লালু, এস এম আনোয়ার মির্জা, মো. ফারুক, কাজী নুরুল আমীন মামুন, মো. হানিফ, মো. নাজিম উদ্দিন, মো. আবু তাহের, নুর মোহাম্মদ খোকন, মেজবাহ উদ্দিন মাঈনু, নিজাম উদ্দিন, শওকত আকবর রাশেদ, জামাল উদ্দিন, হাসান মুরাদ জাবেদ, মোজাম্মেল হক, মো. ফারুক, ইয়াছিন আরাফাত কচি, নুরুনব্বী শাহেদ, দেলোয়ার হোসেন, এস.এম মামুন, জাকারিয়া তাহের, গিয়াস উদ্দিন আদর।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজারে মাছ ব্যবসায়ীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ১৫৪