রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর বর্ষ শুরু উপলক্ষে কর্ণফুলী ও ইছামতি জোনের পক্ষ থেকে করোনা কালে কর্মহীন মানুষের মধ্যে ভ্যানগাড়ি, অর্থ সহায়তা, খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন করা হয়। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বাস্থ্যবিধি মেনে গত ১৭ জুলাই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান এই মহামারীকালে দরিদ্র জনগণের পাশে থেকে তাদের সহযোগিতার জন্য রোটারিয়ানদের প্রতি আহবান জানান। তিনি সিটি কর্পোরেশন এলাকায় একটি গণ শৌচাগার করার জন্য কিছু জায়গা দানের জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান। সিটি মেয়র তার বক্তব্যে রোটারিয়ানদের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন ও গণ শৌচাগার তৈরির জন্য জায়গা প্রদানের আশ্বাস দেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিজিই রুহেলা খান চৌধুরী, ডিজিএন ইঞ্জি. মতিউর রহমান ও পিডিজি তৈয়ব চৌধুরী।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব চিটাগং রিভার শাইনসহ জোনের অন্যান্য ক্লাব মোট ২৩ টি ভ্যান গাড়ি, নগদ অর্থ সহায়তা ও ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ভোট অফ থ্যাংস প্রদান করেন সামিনা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান আশেকে এলাহী, ডা. বদরুদ্দোজা, শিমুল বড়ুয়া, রফিকুল ইসলাম মানিক, হেলাল উদ্দিন, খুরশিদা বেগম, শামসুল আলম, আরিফ শাহিন, প্রবীর চন্দ্র সাহা, শফিউল আলম, দিল আফরোজসহ জোনের অন্যান্য কমকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।