কর্মহীন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব কর্ণফুলী ও অনিরূদ্ধ বডুয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ

| শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এবং অনিরূদ্ধ বডুয়া (অনি) মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে গত ৩০ জুন মীরসরাইর ১০ নং মিঠানালা ইউনিয়নের হাজী বদিউল আলম চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আর্তমানবতার সেবায় কোভিড-১৯ দুর্যোগের কারণে কর্মহীন ১০০ দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে সবাই ধন্যবাদ জানান। রাজনীতিবিদ ও সমাজসেবক শায়েস্তা খান চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জোন চেয়ারপারসন লায়ন আব্দুর রহিম, ক্লাব জয়েন্ট সেক্রেটারি লায়ন মিরাজুর রহমান এবং ক্লাব ট্রেজারার লায়ন গাজী লোকমান, ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাসেম, হাবিব উল্লাহ চৌধুরী বাহার, ১নং ওয়ার্ড এমইউপি মিজানুল হক, ৮নং ওয়ার্ড এমইউপি মিহির কান্তি মজুমদার, সাবেক মেম্বার নুরুল আবছার চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধরাউজানে ১৪ ইউনিয়নে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি