জন্মের দুদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে পিতাকে হারান মো. মুন্না (২৬)। বিধবা মার সবে ধন নিল মনি একমাত্র পুত্রের মুখের দিকে তাকিয়ে গড়েননি পুনরায় নতুন সংসার। মায়ের আদরে লালিত পালিত সেই পুত্র ধীরে ধীরে বড় হচ্ছেন। পড়ালেখার পাশাপাশি সংসারের হাল ধরেছেন। একটি বেসরকারি কোম্পানিতে নিয়েছেন চাকরী। সেই কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে আসা ট্রাকের চাকায় পিষ্ঠ হয় মুন্না (২৬)। হাটহাজারী উপজেলাধীন চসিক ১ নং দক্ষিণ পাহাড়তলী এলাকার চাঁন মীরের বাড়ির মৃত শামসুল আলমের পুত্র সে। গত শুক্রবার ভোররাতে নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। বাড়ি ফেরার উদ্দেশ্যে মোড়ে দাড়িয়েছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার।
এ দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয় বলে জানা গেছে। গত শনিবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে পরিবারের একমাত্র সদস্য ও পুত্রকে হারিয়ে নির্বাক প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছে মা। কি বলে তাকে শান্তনা দিবে খুঁজে পাচ্ছেন না এলাকাবাসীসহ স্বজনরা। পুরো এলাকা শোকে নিস্তব্ধ। নিহত মুন্না পলিটেকনিকেল কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।