কর্মবিরতিতে বাঁশখালী দুর্যোগ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণসহ পাঁচটি দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাট লোকনাথ সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধজমিয়তুল মোদাররেসীনে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা