কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সাসের সেমিনার

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দি এসোসিয়েশন ফর ওভারসিস টেকনিক্যাল কোঅপারেশন এন্ড সাস্টেইনএবল পার্টনারশিপ এলামনাই সোসাইটির (সাস) উদ্যোগে গত শুক্রবার ২০২১ ডিসেম্বর দুই দিনব্যাপী দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম সেন্টারের সেমিনার হলে ‘ডাব্লিউএনএফ সেমিনার অন ফায়ার এন্ড সেইফটি এট ওয়ার্কপ্লেস’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, জাপানি ম্যানেজমেন্ট মানুষকে সত্যিকারের মর্যাদা ও স্বীকৃতি দেয়ার মাধ্যমে অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট করে থাকে এবং লাইফ লং এচিভমেন্টের প্রতি দৃষ্টি নিবন্ধন করতে সাহায্য করে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সাস প্রেসিডেন্ট এম এ লতিফ। অনুষ্ঠানে রিসোর্স ও কীনোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রশিক্ষক মাহাসেন ওয়াইজেসেকেরা। অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এমডি কামালুর রহমান। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এইউএম জুবায়ের, ফিরোজ শাহ, মোহাম্মদ সেলিম উদ্দিন, সাইফুদ্দিন আহমেদ, আরিফ আহমদ, এটি কাউসার আহমেদ চৌধুরী, কমিটির সদস্য, নুরুউদ্দিন আবদুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রীন বার্ডস স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৬ হাফেজকে পাগড়ি ও সার্টিফিকেট প্রদান